ফুটবল খেলা দেখার জন্য সাময়িক ছুটির আবেদন
------------------------

মনে করো তোমার নাম নাঈম/নাঈমা।তুমি সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ো। বিদ্যালয়ের পাশে অবস্থিত স্থানীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন, ফুটবল খেলা দেখতে যাওয়ার সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো।

তারিখ: ০৩.০৯.২০১৯

বরাবর,

প্রধান শিক্ষক

সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।

বিষয়: ফুটবল খেলা দেখার জন্য সাময়িক ছুটির আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। আজ আমাদের বিদ্যালয়ের সাথে নগরপুর উচ্চ বিদ্যালয়ের একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনা করবেন আমাদের ক্রীড়া শিক্ষক সুজা উদ্দিন। আমরা খেলাটি দেখতে আগ্রহী।

অতএব, বিনীত নিবেদন এই যে, উক্ত খেলা দেখার জন্য চতুর্থ ঘণ্টার পর আমাদের সব শিক্ষার্থীদের সাময়িক ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক

সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে

নাঈম/নাঈমা

৯ম শ্রেণি।

Post a Comment

أحدث أقدم