কীভাবে microworkers কেওয়াইসি যাচাই করবেন | How to KYC Verify in microworkers | In Bangla | বাংলা

KYC: কী, কেন, কীভাবে।

KYC কী?:

সহজ ভাষায়, গত কয়েকমাস "পিন ভেরিফিকেশন" এর জন্য যেমন সাপোর্ট মেসেজে ডকুমেন্টস দিয়ে মেইল পাঠাতে হতো, সেই প্রায় একই জিনিস "KYC Verification"। "নতুন প্যাকেটে পুরোনো মাল" বলতে পারেন। শুদ্ধ ভাষায়, যখন কোনো সাইটে ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য গভর্নমেন্ট অনুমোদিত এক বা একাধিক ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে সেটাই "KYC"।

কেন?:

"KYC" এর পূর্ণরূপ "Know Your Client" বা "Know Your Customer"। অর্থাৎ "কাস্টমারকে জানো"। কোনো কোম্পানি রিয়েলভাবে বিজনেস করতে চাইলে সেই কোম্পানির কাস্টমার বা ক্লায়েন্টদের সরকার অনুমোদিত ডকুমেন্ট জমা নেওয়া বাধ্যতামূলক। আবার কোম্পানি বা সাইটগুলো "স্প্যাম" প্রতিরোধ, প্রয়োজন হলে যেনো সহজেই লিগ্যাল অ্যাকশন নিতে পারে, এক ইউজার যেন একের অধিক একাউন্ট ব্যবহার না করতে পারে ইত্যাদি নানা কারণে "KYC Verification" এর আশ্রয় নেয়। এইসব পড়ে হয়তো ভাবছেন, এতসব ফালতু কথা বলার কারণ কী? আসলে কারণ হচ্ছে, আমরা এই গ্রুপটাকে ফ্রিল্যান্সার'দের "কিন্ডারগার্টেন" মনে করি। আমার বিশ্বাস এখান থেকে অনেকে আরো ভালোমানের মার্কেটপ্লেসগুলোই মুভ করবেন, তখন এই বিস্তারিত কথাগুলো আপনাদের জন্য সহায়ক হবে বলে মনে করি।

"KYC VERIFICATION" করতে কী কী প্রয়োজন:

"Microworkers" এ "KYC Verification" এর জন্য নিম্নক্ত জিনিসগুলো প্রয়োজনঃ

  1. একটি সেলফি।
  2. একটি ন্যাশনাল ডকুমেন্ট (ID Card/Passport/Driving License etc.) [উভয় সাইড]
  3. যে ডকুমেন্ট সাবমিট করবেন সেটা হাতে ধরা অবস্থায় আরো একটি সেলফি।
একটি সেলফি।একটি ন্যাশনাল ডকুমেন্ট (ID Card/Passport/Driving License etc.) [উভয় সাইড]
যে ডকুমেন্ট সাবমিট করবেন সেটা হাতে ধরা অবস্থায় আরো একটি সেলফি।

প্রথম পিক দেখলে কোথায় কোনটা দিতে হবে সে ব্যাপারে ধারণা পেয়ে যাবেন।
সব ছবিগুলো যেন ভালো কোয়ালিটির হয়। ঝাপসা, জুম করলে ফেটে যায়, লেখা বুঝা যায় না... এরকম যেন না হয়। এই পোস্টে কিছু ছবি অ্যাটাচ করে দেওয়া হলো। ছবিগুলো দেখলে সেলফি কেমন হবে, কীভাবে আইডিকার্ড ধরে ছবি তুলতে হবে এইসব বিষয়ে একটা ভালো ধারণা পাবেন। সেলফি তোলার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো এক রঙা দেয়াল বা কাপড় ব্যবহার করতে পারেন।


"KYC" বিষয়ক আরো কিছু প্রশ্ন ও উত্তরঃ

আপনাদের হয়তো আরো কিছু প্রশ্ন থাকতে পারে, সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

১. আমার একাউন্ট পিন ভেরিফায়েড, আমাকেও কী "KYC Verification" করতে হবে?
= না, নামে ভিন্ন হলেও এই দুইটা একই জিনিস। একটা করা থাকলে আরেকটা করার উপায় ও প্রয়োজন নেই।
২. আমার একাউন্টে "KYC" অপশন নেই কেন?
= নতুন একাউন্টে একদম শুরুতেই "KYC" অপশন থাকবে না, সাধারণত নতুন একাউন্টগুলোই ব্যালেন্স ১ ডলারের বেশি হলে অটো "KYC" অপশন চলে আসে।
৩. আমার পুরোনো একাউন্টে অনেক ডলার আছে কিন্তু "KYC" অপশন নেই, কী করবো?
= বলতে গেলে "KYC" এখনো কিছুটা ট্রায়াল পর্যায়ে আছে, আপনার একাউন্ট যদি মাস-খানেক পুরোনো হয় তাহলেও হয়তো "KYC" অপশন থাকবে না। এক্ষেত্রে প্রথম উইথড্র দেওয়ার পর পিন ভেরিফিকেশনের জন্য নিয়মিত সাপোর্ট এ মেইল দিতে থাকুন। আশা করা যায়, মাইক্রোওয়ার্কার্স আপনার পিন ভেরিফাই করে দিবে অথবা আপনার একাউন্টে "KYC" অপশন অ্যাড করে দিবে।
8."KYC Verification" হতে কতদিন সময় লাগে?
= বর্তমানে ডকুমেন্টস সাবমিট করার পর সাধারণত ৫ দিন। ভবিষ্যৎ এ সময় পরিবর্তন হতে পারে।
৫. আমার "KYC" "রিজেক্ট" করে দিয়েছে, কী করবো?
= কী কারণে "রিজেক্ট" করেছে সেটা উল্লেখ করে দেয়। ভুলটা যদি ডকুমেন্টস রিলেটেড না হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয়বার সাবমিট করার সুযোগ দেয়। এরকম হলে ভুলটা শুধরে ঠিকভাবে আবার সাবমিট করুন। কিন্তু যদি রিজেক্ট করে এবং দ্বিতীয়বার সাবমিট করার অপশন না দেয় তাহলে একাউন্ট ডিলিট করা ছাড়া উপায় নেই।
আমার চেষ্টা ছিলো একটা পোস্টেই "KYC" বিষয়টা পরিষ্কার করা। আমি কতটুকু সফল তা জানি না। এরপরেও আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, সেগুলো নির্দ্বিধায় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন বা গ্রুপে পোস্ট করতে পারেন। এছাড়াও একাউন্ট খোলা থেকে শুরু করে "KYC" অ্যাপ্রুভ করা পর্যন্ত সকল ধরণের সাপোর্ট ও বাড়তি কাজের জন্য আমাদের পেইড ক্লাসে জয়েন করতে পারেন। বিস্তারিতঃ
আপনার সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করে এই পোস্টের ইতি টানলাম, ভালো থাকবেন।
Name of the owner of the post: Shimul Hossain

2 Comments

Post a Comment

Previous Post Next Post